South east bank ad

ভেঙে দেওয়া হলো এস আলম গ্রুপের দুই ব্যাংকের পরিচালনা পর্ষদ

 প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ভেঙে দেওয়া হলো এস আলম গ্রুপের দুই ব্যাংকের পরিচালনা পর্ষদ

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ভেঙে দেওয়া হলো দুইটি ব্যাংকের পরিচালনা পর্ষদ। পাশাপাশি ব্যাংক দুটিতে পাঁচজন করে পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাংক দুইটি হলো- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি ও বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পৃথক দু‌টি আদেশে পর্ষদ বাতিল করা হয়।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন লংকাবাংলা ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার। এই ব্যাংকের চার স্বতন্ত্র পরিচালক হচ্ছেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. শাহীন উল ইসলাম, এনআরবি ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল ওয়াদুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক এম আবু ইউসুফ এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ আশরাফুল হাছান।

বাংলাদেশ কমার্স ব্যাংকের চার পরিচালক হচ্ছেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আতাউর রহামান, মেঘনা ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মহসিন মিয়া, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব কামরুল হক মারুফ, জনতা ব্যাংক উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শেখ আশ্বাফুজ্জামান।

প্রসঙ্গত, আলোচ্য এই ব্যাংক দুটির মালিকানায় ছিল এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: