বান্দরবানে প্রায় ২ কোটি টাকার আফিমসহ আটক ২
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বান্দরবানে র্যাব ও বিজিবির অভিযানে ১ কেজি ৮শ গ্রাম আফিমসহ দুই ম্রো যুবককে আটক করা হয়েছে।
গতকাল রোববার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টায় থানচি উপজেলার বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন- কাইং প্রো ম্রো (২৩) লামা উপজেলার চিংকুম পাড়ার রিংচুম ম্রোর ছেলে ও দংওয়াই ম্রো (২৪) থানচি উপজেলার ২নং তিন্দু ইউনিয়নের ২নং ওয়ার্ড আমইপাড়া কাসু ম্রোর ছেলে।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর সহকারী সিনিয়র পুলিশ সুপার আনোয়ার হোসেনের নেতৃত্বে থানচি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি ৮শত গ্রাম আফিমসহ ২ পাহাড়ি যুবককে আটক করা হয়।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় জাগো নিউজকে জানান, র্যাব ও বিজিবির যৌথ অভিযানে ১ কেজি ৮শত গ্রাম আফিমসহ ২ জনকে আটক করেছে। যার আনুমানি মূল্য দেড় কোটি টাকারও বেশি। তবে আটকদের এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।