সরবরাহকারী ও ভোক্তার সঙ্গে দূরত্ব রয়েছে টিসিবির—ব্রি জে মোহাম্মদ ফয়সল আজাদ

সরবরাহকারী প্রতিষ্ঠান ও ভোক্তার সঙ্গে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) দূরত্ব রয়েছে। টিসিবির প্রচারেও ঘাটতি রয়েছে। সংস্থাটির সরবরাহ লাইন দীর্ঘ হওয়ার কারণে কার্যক্রম পরিচালনায় কিছু চ্যালেঞ্জ তৈরি হয়।
টিসিবির মাধ্যমে দেশে প্রথম পোশাক রফতানি হয়েছিল। প্রয়োজনের আলোকে পরে টিসিবির কাজের পরিধি পরিবর্তন করা হয়। মূলত নিম্ন আয়ের মানুষের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে কাজ করে টিসিবি। গত বছর টিসিবি সাড়ে ৩ হাজার কোটি টাকার ভর্তুকি দিয়েছে। এ বছরও সাড়ে ১৩ হাজার কোটি টাকার পণ্য কেনার পরিকল্পনা রয়েছে। নতুন ডিলার নিয়োগে নীতিমালার কাজ চলমান।
টিসিবির জন্য এরই মধ্যে ৬৩ লাখ স্মার্ট কার্ড প্রস্তুত করা হয়েছে। আরো ১৩ লাখ কার্ড পাইপলাইনে রয়েছে। স্থানীয় সরকারের মাধ্যমে এসব কার্ড তৈরি করা হয়েছে।