ব্র্যাক ব্যাংক ও আকিজ লজিস্টিকসের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর
ভিসা ও মাস্টারকার্ড গ্রাহকদের অনলাইনে ঝামেলাহীনভাবে এয়ার টিকিট কেনার সুবিধা দিতে আকিজ লজিস্টিকস লিমিটেডের সঙ্গে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। এখন থেকে ভিসা ও মাস্টারকার্ড ব্যবহারকারীরা মোবাইল অ্যাপ ও আকিজ লজিস্টিকসের অফিশিয়াল ওয়েবসাইট আকিজফেয়ারডটকম ব্যবহার করে বিমানের টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন। ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে ডিএমডি ও হেড অব রিটেইল ব্যাংকিং প্রধান মো. মাহীয়ুল ইসলাম এবং আকিজ লজিস্টিকসের সিইও মো. ফজলে হুদা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্র্যাক ব্যাংকের হেড অব মার্চেন্ট অ্যাকোয়ারিং খায়রুদ্দিন আহমেদ ও হেড অব অ্যালায়েন্স আশরাফুল আলম এবং আকিজ এয়ারের সিসিও দারাজ মাহমুদ উপস্থিত ছিলেন।