ওয়ালটন প্লাজার চ্যালেঞ্জার্স সামিট অনুষ্ঠিত
ওয়ালটন প্লাজার দিনব্যাপী ‘চ্যালেঞ্জার্স সামিট ২০২৫’ গতকাল গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এসএম শামছুল আলম, এমডি এসএম মাহবুবুল আলম, ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের সিইও নিশাত তাসনিম শুচি এবং ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক আমিন খান। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ওয়ালটন হাই-টেকের এএমডি নজরুল ইসলাম সরকার ও মো. ইউসুফ আলী, ওয়ালটন ডিজি-টেকের এএমডি লিয়াকত আলী এবং ওয়ালটন হাই-টেকের ডিএমডি মফিজুর রহমান। চ্যালেঞ্জার্স সামিটে সারা দেশের প্রায় ৭০০ ওয়ালটন প্লাজা থেকে ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজার ও ক্রেডিট ম্যানেজারসহ সহস্রাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।