লংকাবাংলার সঙ্গে আইএএমসিএলের সেলিং এজেন্ট চুক্তি স্বাক্ষর

আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের (আইএএমসিএল) ব্যবস্থাপনায় পরিচালিত বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোর ইউনিট বিক্রয় বৃদ্ধিসহ সব পরিষেবা সম্ভাব্য গ্রাহকদের কাছে পৌঁছানো এবং বিক্রয় সেবা প্রদান সহজীকরণের লক্ষ্যে লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসির সঙ্গে একটি সেলিং এজেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আইসিবি ও আইএএমসিএলের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন, আইএএমসিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার সাফ্ফাত রেজা এবং আইসিবি, আইএএমসিএল ও লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।