বাংলাদেশ কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসবের দ্বিতীয় পর্বের ড্র অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংক ‘রেমিট্যান্স উৎসব ২০২৫’-এর দ্বিতীয় পর্বের লটারির ড্র গত মঙ্গলবার ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। এ সময় ব্যাংকের এমডি সঞ্চিয়া বিনতে আলী উপস্থিত ছিলেন। ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত রেমিট্যান্স উৎসব ১ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। প্রতি ১৫ দিন পরপর অনুষ্ঠিত ড্রতে মেগা পুরস্কার হিসেবে রয়েছে একটি মোটরসাইকেলসহ সর্বমোট ৩১টি পুরস্কার। দ্বিতীয় পর্বের লটারির ড্র অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মো. আ. রহিম ও খান ইকবাল হোসেনসহ প্রধান কার্যালয়ের সব মহাব্যবস্থাপক, সংশ্লিষ্ট উপ-মহাব্যবস্থাপক ও কর্মকর্তারা। এছাড়া সব বিভাগীয় মহাব্যবস্থাপক, মুখ্য আঞ্চলিক ও আঞ্চলিক ব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপকরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।