এনসিসি ব্যাংকের উদ্যোগে ময়মনসিংহে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ও ঋণ বিতরণ

ময়মনসিংহে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম শেষ করেছে এনসিসি ব্যাংক পিএলসি। এ উপলক্ষে গতকাল আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মাঝে সনদপত্র ও ঋণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহ অফিসের নির্বাহী পরিচালক মো. কাওসার মতিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম ও যুগ্ম পরিচালক মো. আইয়ুব আলী।
অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ডিএমডি মো. জাকির আনাম, এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, ময়মনসিংহ অঞ্চলের প্রধান একেএম বদরুল হাসান এবং ময়মনসিংহ শাখার হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ মোহাম্মদ ফাইজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।