ব্র্যাক ব্যাংকের কার্ডে থাই এক্সপ্রেস ও স্যাফরন ডাইনে বিশেষ ছাড়

প্রিমিয়াম ফাইন ডাইনিং রেস্টুরেন্ট থাই এক্সপ্রেস ও স্যাফরন ডাইনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এর আওতায় ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ডধারীরা রেস্টুরেন্ট দুটির সব খাবারে ১৫ শতাংশ ছাড় পাবেন, অফারটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় থাই এক্সপ্রেস ও স্যাফরন ডাইনের পক্ষে উপস্থিত ছিলেন রেস্টুরেন্ট চেইনের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক, পরিচালক (ফাইন্যান্স) মোহাম্মদ শাহাদাত হোসেন ও অপারেশনস ম্যানেজার মিনহাজ মুস্তাকিম সাকি। অন্যদিকে ব্র্যাক ব্যাংকের পক্ষে ছিলেন ডিএমডি ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, হেড অব মার্চেন্ট অ্যাকোয়্যারিং খাইরুদ্দিন আহমেদ বাপ্পি, হেড অব অ্যালায়েন্সেস মো. আশরাফুল আলম এবং হেড অব প্রিমিয়াম ব্যাংকিং প্রপোজিশন আরমিন আহমেদ।