আইপিডিসি ও আরবান ডিজাইনের মধ্যে এমওইউ স্বাক্ষর

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ও আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্সের এমডি রিজওয়ান দাউদ সামস। এ সময় আইপিডিসি ফাইন্যান্সের রিটেইল বিজনেস প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম ও আরবান ডিজাইনের সিওও হাসিব এম আবদুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্সের রিটেইল বিজনেস বিভাগের ডিস্ট্রিবিউশন প্রধান মোহাম্মদ শহীদুল ইসলাম, মর্টগেজ প্রধান মেহেদী মাহমুদ খান, হোম লোন সেলস (মেট্রো) প্রধান মো. ইমরান হোসেন এবং ধানমন্ডি শাখার ক্লাস্টার হেড ও ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ কাইয়ুম খান।