পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিজিএমইএ সভাপতি

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির সঙ্গে গতকাল সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি এসএম মান্নানের (কচি) নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
সাক্ষাতে রফতানিতে পণ্য ও বাজার বহুমুখীকরণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চাইলেন বিজিএমইএ সভাপতি। প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র সহসভাপতি খন্দকার রফিকুল ইসলাম, সহসভাপতি আরশাদ জামাল (দীপু), সহসভাপতি মিরান আলী, সহসভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, পরিচালক মো. ইমরানুর রহমান, পরিচালক মোহাম্মদ সোহেল সাদাত, পরিচালক শামস মাহমুদ, পরিচালক রাজীব চৌধুরী, পরিচালক মো. মহিউদ্দিন রুবেল, পরিচালক শেহরিন সালাম ঐশী, পরিচালক মো. নুরুল ইসলাম, ও পরিচালক সাইফুদ্দিন সিদ্দিকী সাগর।