রাতুল প্রপার্টিজের এমডি হলেন নওরীন জাহান মিতুল
রিয়েল এস্টেট কোম্পানি রূপায়ণ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রাতুল প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন নওরীন জাহান মিতুল। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সভাকক্ষে তার হাতে যোগদানপত্র তুলে দেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান এলএ মুকুল। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন, শেয়ারহোল্ডার পরিচালক রোকেয়া বেগম নাসিমা, শেয়ারহোল্ডার পরিচালক সাইফ আলী খান অতুল, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা সাদাত হোসেন সেলিম ও ক্যাপ্টেন (অব.) পি জে উল্লাহ, রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল কালাম আজাদ, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিজানুর রহমান দেওয়ান, রূপায়ণ সিটি উত্তরার ডিএমডি এম মাহবুবুর রহমান এবং রাতুল প্রপার্টিজ লিমিটেডের ডিএমডি আলী নুর রহমান প্রমুখ।