দলের সবাইকে নিয়ে পদত্যাগ করছেন ইমরান
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
অনাস্থা ভোটে হেরে পদ হারানোর পর সুপ্রিম কোর্টের আদেশে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
দলের আইনপ্রণেতাদের সঙ্গে সকালে পার্লামেন্ট প্রাঙ্গণে বৈঠক করেন ইমরান। এরপর পার্লামেন্ট থেকে চলে যান তিনি। ধারণা করা হচ্ছে ভোটে অংশ নেবে না পিটিআই।
এদিকে পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হচ্ছে, ইমরান খানের দলের সব এমপি পদত্যাগ করতে যাচ্ছেন। এরই মধ্যে সমুদ্র বিষয়ক সাবেক মন্ত্রী আলী হায়দার জাইদি জাতীয় পরিষদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
জাইদি তার পদত্যাগপত্রের একটি ছবি টুইটারে শেয়ার করে বলেছেন, এটি দলের প্রধান ইমরান খানের কাছে জমা দেয়া হয়েছে।
টুইটে তিনি লেখেন, ‘বিদেশি অর্থায়নে পরিচালিত এই শাসনব্যবস্থাকে কোনোভাবেই বৈধতা দেয়া উচিত নয়। পাকিস্তানের সার্বভৌমত্বের বিষয়ে রাজপথে সিদ্ধান্ত নেবে জনগণ, এই লুটেরারা নয়।