শিরোনাম

South east bank ad

ফরিদপুরে অবৈধভাবে বালু উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

 প্রকাশ: ১৬ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   আইন আদালত

ফরিদপুরে  অবৈধভাবে বালু উত্তোলন:   ৫০ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সীমান্তবর্তী বকজুড়িঘাট এলাকায় মধুমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় মো. হাফিজ খান নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর ইসলাম।

আদালত সূত্র জানায়, আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বকজুড়িঘাটের মধুমতী নদী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে এক ব্যবসায়ী। জানতে পেরে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় আলফাডাঙ্গার মো. হাফিজ খান (৪০) নামে এক বালু ব্যবসায়ীকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা করেন। তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করেন ওই ব্যবসায়ী।

একই আদালতে মাস্ক না থাকার অপরাধে উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের রাজু আহম্মেদকে ৫০০ টাকা জরিমানা করেন। আলফাডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর ইসলাম বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

BBS cable ad

আইন আদালত এর আরও খবর: