সুপ্রিম কোর্টে বেঞ্চ বাড়াতে প্রধান বিচারপতির কাছে আবেদন
করোনা মোকাবেলায় চলমান লকডাউনের মধ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বেঞ্চ বাড়াতে আবেদন করা হয়েছে। বুধবার (২১ এপ্রিল) প্রধান বিচারপতির কাছে আবেদনটি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
আবেদনে বলা হয়, লকডাউনের কারণে বর্তমানে হাইকোর্টে সীমিত পরিসরে চারটি বেঞ্চে ভার্চুয়ালি খোলা রেখে মামলার কার্যক্রম চলছে। এ অবস্থায় আরও বেঞ্চ বৃদ্ধির জন্য অনুরোধ করছি।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাস বৃদ্ধির কারণে হাইকোর্টে চারটি বেঞ্চে এবং আপিল বিভাগের একটি বেঞ্চে মামলার কার্যক্রম চলছে। তবে বিচারপ্রার্থীদের কথা ভেবে ভার্চুয়াল আদালতের সংখ্যা বাড়াতে বারবার আবেদন জানিয়ে আসছেন আইনজীবীরা।