শিরোনাম

South east bank ad

ভিপি নুরের বিরুদ্ধে ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

 প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   আইন আদালত

ভিপি নুরের বিরুদ্ধে ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

রাসেল আহমেদ (ময়মনসিংহ) :

ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসুর) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা ৩ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরকে আসামী করে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল গনি বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

মামলার এজাহারের বরাত দিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরু গত ১৪ এপ্রিল প্রথম রমজানে মুসলিমদের ধর্মীয় অনুুুভুতিতে আঘাত করে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে ফেইসবুক লাইভে এক ঘন্টার ভিডিওয়ে বলেন, কোন মুসলমান আওয়ামীলীগ করতে পারেনা, যারা আওয়ামী লীগ করে তারা ধান্দাবাজ, চাঁদাবাজি, মাদক ব্যবসায়ী, চিটার, বাটপার। তাদের কোনো ঈমান নেই এমন বক্তব্য, লাইভ ভিডিওতে মিথ্যা বানোয়াট, আক্রমণাত্মক, উস্কানিমূলক বক্তব্য দিয়ে সারা দেশের আওয়ামী লীগের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান নেতাকর্মীদের মধ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনায় মানসিক কষ্ট পেয়ে মো. সোহেল গনি এ মামলা করেন।

মামলার বাদি মো. সোহেল গনি বলেন, বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, এখানে ইসলাম ধর্ম নিয়ে কারো আক্রমনাত্মক কথা ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার শামিল। আমি মুসলমান হিসেবে বিষয়টি সহ্য করতে পারেনি। তাই প্রতিবাদ স্বরুপ মামলা করেছি। এমন নাস্তিকের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহবান জানান সোহেল গণি।

BBS cable ad

আইন আদালত এর আরও খবর: