শিরোনাম

South east bank ad

দক্ষিণাঞ্চলের বিকাশে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে কাজ চলছে —শিল্পমন্ত্রী

 প্রকাশ: ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

দক্ষিণাঞ্চলের বিকাশে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে কাজ চলছে —শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দেশে যে ক্রমাগত উন্নয়ন কর্মকাণ্ড চলছে সে উন্নয়নের ধারা সারা দেশে ছড়িয়ে দিতে হবে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে দক্ষিণাঞ্চলে শিল্পের বিকাশে উন্নত শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কাজ চলছে।’ 

গতকাল পটুয়াখালী ডিসি স্কয়ারে ১০ দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলা ও ক্রেতা-বিক্রেতা সম্মিলন-২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর কারণে দক্ষিণাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে। মানুষ এ অঞ্চলে বিনিয়োগে আরো বেশি আগ্রহী হবে। দক্ষিণাঞ্চলের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। এ অঞ্চলে কীভাবে আরো নতুন শিল্প-কারখানা নির্মাণ করা যায়, সে বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে।’ 

বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য আ স ম ফিরোজ, এসএম শাহজাদা, কাজী কানিজ সুলতানা হেলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, শিল্প ও শক্তি বিভাগ কমিশনের সদস্য (সচিব) আব্দুল বাকী, বিসিক (গ্রেড-১) চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: