South east bank ad

আমন মৌসুমে ১০ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

 প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

আমন মৌসুমে ১০ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার
 

আগামী আমন মৌসুমে ১০ লাখ মেট্রিক টন ধান চাল সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন খাদ্য সচিব মো. মাসুদুল হাসান।

তিনি জানান, এরমধ্যে ৩৩ টাকা কেজি দরে ধান, ৪৭ টাকা কেজি দরে সেদ্ধ চাল এবং এবং ৪৬ টাকা কেজি দরে আতপ চাল সংগ্রহ করা হবে।

বুধবার (০৬ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি) এর সভা শেষে তিনি এ কথা জানান।

সভায় খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সম্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি ও আসন্ন আমন সংগ্রহের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

খাদ্য সচিব বলেন, আগামী আমন সংগ্রহ মৌসুমে ৩৩ টাকা কেজি দরে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, সিদ্ধ চাল ৪৭ টাকা কেজি দরে ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৬ টাকা কেজি দরে ১ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।

তিনি বলেন, সেদ্ধচাল ও ধান-১৭ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ মধ্যে সংগ্রহ করা হবে। আতপ চাল ১৭ নভেম্বর থেকে ১০ মার্চ ২০২৫ এরমধ্যে সংগ্রহ করা হবে।

BBS cable ad