শিরোনাম

South east bank ad

বর্ষসেরা উদ্যোক্তা হলেন প্রাণ-আরএফএল-এর সিইও আহসান খান চৌধুরী

 প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সফলতার অনুপ্রেরণা

বর্ষসেরা উদ্যোক্তা হলেন প্রাণ-আরএফএল-এর সিইও আহসান খান চৌধুরী

করপোরেট সেক্টরে অসাধারণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ‘সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২২’ অর্জন করেছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী।‘এন্টারপ্রেনার অব দ্য ইয়ার’ (বর্ষসেরা উদ্যোক্তা) ক্যাটাগরিতে তিনি সি-স্যুট অ্যাওয়ার্ড পেয়েছেন।

শনিবার (৫ নভেম্বর) রাজধানীর হোটেল লা মেরেডিয়ানে এ অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয়। এতে আহসান খান চৌধুরীর হাতে মর্যাদাপূর্ণ এ অ্যাওয়ার্ড তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে ১৬টি ক্যাটাগরিতে দেশের ১৬ জন শীর্ষ করপোরেট ব্যক্তিত্বকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। এ অ্যাওয়ার্ড শোতে প্রায় সাড়ে তিনশো ব্যবসায়ী নেতা, বিশেষজ্ঞ ও পেশাদার ব্যক্তিত্বরা অংশ নেন।দেশের করপোরেট সেক্টরে সততা, শ্রেষ্ঠত্ব, বিশ্বাস ও আস্থা অর্জনে সক্ষম এবং পূর্ণাঙ্গ শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলায় সফল ব্যক্তিত্বদের এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অ্যাওয়ার্ড গ্রহণের পর আহসান খান চৌধুরী  বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশ তারুণ্যনির্ভর একটি জাতি। ক্রমবর্ধমান প্রক্রিয়ায় আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিতে উদ্যোক্তা ও ব্যবসায়ীরা ব্যাপক ভূমিকা রাখছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে অসংখ্য উদ্যোক্তা ছড়িয়ে আছেন, তারাও দেশকে এগিয়ে নিতে সহায়তা করছেন। তাদের ভূমিকাও অনেক।’

প্রাণ-আরএফএল গ্রুপের সিইও বলেন, ‘আজকে অ্যাওয়ার্ড পেয়ে আমরা সম্মানিত হলাম। আমরা আরও উৎসাহিত হবো। আমরা যেভাবে সম্মানিত হলাম, ভবিষ্যতে আরও অনেক উদ্যোক্তা সম্মানিত হবেন বলে আশা করছি।’

জানা গেছে, অ্যাওয়ার্ড আয়োজনের প্রথম সংস্করণে ৩০টি কোম্পানি থেকে ১০০ জনের অধিক নমিনেশন জমা পড়ে। বিশেষজ্ঞ জুরিবোর্ডের পর্যালোচনায় সেখান থেকে বাছাই সম্পন্ন করা হয়। এ বছর ১৬টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ১৬ জন এক্সিকিউটিভকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

এবারের সি-স্যুট অ্যাওয়ার্ডের প্রযোজনায় ছিল ইউনাইটেড গ্রুপ। আয়োজনে সহযোগিতা করে টিম গ্রুপ, দ্য ডেইলি স্টার ও ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপ আয়োজনের লিডারশিপ সামিটের ধারাবাহিকতায় ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২২’ অনুষ্ঠিত হয়। এটি লিডারশিপ সামিটের ষষ্ঠ আসর। এবারের আসরের মূল থিম ছিল ‘ট্রান্সফরমেটিভ হিউমেন লিডারশিপ ডিউরিং এক্সট্রা অর্ডিনারি টাইমস’।

দিনব্যাপী অনুষ্ঠিত এ সামিটে দেশ-বিদেশের বিভিন্ন বিশেষজ্ঞ এবং নেতৃস্থানীয় ব্যক্তিরা অংশ নেন। তারা নিজেদের অভিজ্ঞতা-নেতৃত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আয়োজনটি চারটি প্যানেল ডিসকাশন, চারটি কি-নোট সেশন ও একটি ইনসাইট সেশনের সমন্বয়ে পরিচালিত হয়।

BBS cable ad

সফলতার অনুপ্রেরণা এর আরও খবর: