‘বর্ষসেরা ব্যাংকিং সিইও’ সম্মাননা পেলেন ইবিএল এমডি
সিঙ্গাপুরভিত্তিক ম্যাগাজিন ওয়ার্ল্ড বিজনেস আউটলুক কর্তৃক বাংলাদেশের ‘বর্ষসেরা ব্যাংকিং সিইও ২০২২’ নির্বাচিত হয়েছেন ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার।
২০২০-২১ অর্থবছরে ব্যাংকের সার্বিক পারফরম্যান্সে তার গুরুত্বপূর্ণ অবদানের বিশেষ প্রশংসাও করেছে ম্যাগাজিনটি। ওয়ার্ল্ড বিজনেস আউটলুক ইবিএল এমডি ও সিইওকে বাংলাদেশের অর্থনীতির টেকসই উন্নয়নের একজন একনিষ্ঠ সমর্থক ও প্রবক্তা হিসেবেও আখ্যায়িত করেছে।
ওয়ার্ল্ড বিজনেস আউটলুকের সম্পাদক উজ্জল নায়ার তার মন্তব্যে বলেন, ‘আলী রেজা ইফতেখারকে এ স্বীকৃতি দেয়া আমাদের জন্যও আনন্দের ব্যাপার। তিনি বাংলাদেশের ব্যাংকিং শিল্পে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী এমডি হিসেবে বিশেষভাবে পরিচিত। ইবিএলে আন্তর্জাতিক উত্তম চর্চা ও নৈতিক ব্যাংকিং প্রবর্তনের কৃতিত্ব রয়েছে তার। তিনি ইবিএলকে বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছেন।