যে নতুন ওষুধ বাঁচাবে হাজারো মায়ের জীবন

নতুন এক ওষুধ আবিষ্কার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। নতুনভাবে আবিষ্কৃত এই ওষুধ সেবনে বেঁচে যাবে অনেক মায়ের জীবন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অধিক তাপমাত্রায়ও এই ওষুধের কার্যকারিতা এক হাজার দিন পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। এর মধ্যে ওষুধটি উচ্চ তাপমাত্রায়ও নষ্ট হবে না।
দেখা যায় নবজাতক জন্মের পর অনেক মায়ের রক্তপাত হয়। এ মারাত্মক রক্তপাত বন্ধে এই ওষুধটি তীব্র কার্যকর বলে জানা গেছে। এছাড়া ওষুধটি অধিক তাপমাত্রা সহনশীল। ওষুধটির নাম কার্বোটাসিন।
প্রতি বছরই ৭০ হাজার নারী প্রচুর রক্তপাতের ফলে মারা যাচ্ছে। বর্তমান বাজারে প্রচলিত নবজাতক জন্ম দেওয়া মায়ের রক্তপাত বন্ধের ওষুধটি অতেটা কার্যকরী নয়। বর্তমান চিকিৎসা পদ্ধতি থেকে তাদের মুক্তি দিতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা অক্সিটসিন ইনজেকশান দিতে পরামর্শ দিয়েছেন।