এটিএন বাংলা ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ইস্টার্ন ইউনিভার্সিটি
২৭/১২/২০২৪ ইং তারিখে এটিএন বাংলা ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই প্রতিযোগিতাটি এক উৎসবমুখর পরিবেশে এবং শিক্ষার্থীদের বিপুল উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান এবং সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির প্রেসিডেন্ট হাসান আহমেদ কিরন।
ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে ফাতেমা তুজ জহুরা, তানভীর আহমেদ, কানিজ ফাতেমা রিতু, নাজমুল ইসলাম রতন এবং আবু নাসির আল রাকিব বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করার জন্য অসামান্য বিতর্ক এবং দলগত দক্ষতা প্রদর্শন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির সম্মানিত রেজিস্ট্রার ড. আবুল বাসার খান, ডিবেটিং ক্লাবের কো-অর্ডিনেটর এবং আইন বিভাগের প্রভাষক মৌমিতা রহমান ঈপ্সিতা, ছাত্রকল্যাণ বিভাগের ডেপুটি ডিরেক্টর জনাব কে.এম. মনিরুল ইসলাম, ইস্টার্ন ইউনিভার্সিটির অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।
এই সাফল্য ইস্টার্ন ইউনিভার্সিটির জন্য একটি গর্বের মুহূর্ত যা বিতর্কে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের প্রতিভা এবং নিষ্ঠার প্রতিফলন। বিশ্ববিদ্যালয়ের এই বিজয় শিক্ষার্থীদের মধ্যে চিন্তা-ভাবনা এবং জনসমক্ষে বক্তৃতা করার দক্ষতা বিকাশের গুরুত্বকে তুলে ধরে।