ড. রুবানা হক জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য
তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের নতুন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি এখন থেকে কমিশনের বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস অ্যান্ড করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। রুবানা হক জানান, গতকাল সোমবার প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। কমিশনের সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ আমাদের দিকনির্দেশনা দিয়েছেন। এই নিয়োগের ফলে রুবানা হক এখন মানবাধিকার প্রচার ও সুরক্ষার জন্য জাতীয় আইনজীবী সংস্থা বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসিবি) একটি অংশে কাজ করবেন।
সাবেক সচিব নাছিমা বেগম কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক সচিব কামাল উদ্দিন আহমেদ। এছাড়াও সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৌফিকা আফতাব, রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, সাবেক জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, সাবেক জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খান ও সাবেক সচিব নমিতা হালদার।