ভ্যাট প্রদান নিয়ে রংপুর চেম্বারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রংপুর জেলার ব্যবসায়ীদের ভ্যাট প্রদান-সম্পর্কিত উদ্ভূত বিভিন্ন সমস্যা নিরসনে এক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার শওকত আলী সাদী। সভাপতিত্ব করেন রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। বিশেষ অতিথি ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের অতিরিক্ত কমিশনার অরুণ কুমার বিশ্বাস ও সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন।
উপস্থিত ব্যবসায়ী নেতারা ভ্যাটের হার কমানো, বিলম্বে ভ্যাট রিটার্ন দাখিলে জরিমানা রহিতকরণ, দোকান ভাড়ার ওপর ভ্যাট মওকুফ, ভোক্তাদের ভ্যাট প্রদানে উদ্বুদ্ধকরণের পদক্ষেপ গ্রহণ, ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ সব প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনার পদক্ষেপ গ্রহণসহ ব্যবসায়ীরা যেন সহনীয় হারে সাধ্যমতো ভ্যাট প্রদান করতে পারেন, সেদিকে নজর দিতে কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে কমিশনার শওকত আলী সাদী বলেন, আজকের মতবিনিময় সভায় ভ্যাট প্রদান সম্পর্কিত বিষয়ে যেসব সমস্যা উপস্থাপন করা হলো, তা দ্রুত নিরসনের ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু বলেন, দেশের উন্নত ও অনুন্নত অঞ্চলে একই হারে ভ্যাট হার নির্ধারণ করা যুক্তিযুক্ত নয়। রংপুর বিভাগে গ্যাস নেই, অবকাঠামোগত সুবিধা নেই, বৃহৎ কোনো শিল্প-কলকারখানা নেই। তাই তিনি রংপুরের ব্যবসায়ীদের কাছ থেকে বন্ধুসুলভ আচরণের মাধ্যমে সহনীয় পর্যায়ে ভ্যাট আদায়ের আহ্বান জানান।