ঝালকাঠিতে চিংড়ি মাছে ম্যাজিক বল বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা
মোঃ রাজু খান (ঝালকাঠি):
ঝালকাঠির বড় বাজারে গলদা চিংড়ি মাছের মধ্যে ক্ষতিকর কৃত্রিম ‘ম্যাজিক বল' ব্যবহার করে সঠিক ওজনে কম দেয়ায় এক বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মাছ বিক্রেতা খানজু মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার সোমবার মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযুক্ত খানজু মিয়া জরিমানার টাকা পরিশোধ করে আদালত থেকে মুক্তি লাভ করে। বাজারে অবস্থানরত সকল মাছ বিক্রেতাকে সঠিকভাবে ভেজালমুক্ত মাছ বিক্রি করার জন্য সচেতনমূলক নির্দেশনা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ।