আটোয়ারীতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান
মাসুদ রানা (আটোয়ারী):
কোভিড-১৯ এর প্রাদুর্ভাবজনিত কারনে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার অসচ্ছল আনসার ও ভিডিপি সদস্যদের মঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে মঙ্গলবার(১১ মে) নিজস্ব কার্যালয় চত্বরে স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদ শারীরিক দুরত্ব বজায় রেখে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। আনসার ভিডিপি’র উপজেলা প্রশিক্ষক মোঃ হারুন অর রশিদের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম কোভিড-১৯ সম্পর্কে সচেতনতামুলক বক্তব্য রাখেন এবং ত্রাণ সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম। উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া জানান, উপজেলার ৬ ইউনিয়নে মোট ৫০ জন অসচ্ছল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যকে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। ত্রাণের প্রতি প্যাকেজে চাল, মসুর ডাল,আলু, পিঁয়াজ ও সোয়াবিন তেল রয়েছে। ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে আনসার ভিডিপির ইউনিয়ন লিডার , সুবিধাভোগী আনসার ভিডিপি সদস্য/সদস্যা সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।