শিরোনাম

South east bank ad

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন

 প্রকাশ: ১১ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন

মোঃ জামাল হোসেন, (যশোর):

যশোরের শার্শায় সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন ও ২০২১-২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়।

গতকাল (১০ মার্চ) বৃহস্পতিবার সকালে সাড়াতলা বাজার সংলগ্ন কলেজ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: হাসানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ আমাদের দেশের একজন গর্বিত মানুষ। সে এবং অন্যান্য বীর শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, আজ তার নামে নাম করণ করা হয়েছে এই কলেজের।

একজন শহীদের নাম এবং কলেজের সুনাম অক্ষুন্ন রাখতে প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদেরকে পাঠদানে মনোযোগ দিতে হবে। আমি সংসদে যেয়ে যেন বলতে পারি বঙ্গবন্ধু‘র আহবানে সাড়া দিয়ে যে ব্যক্তিটি আজ দেশের জন্য জীবন দিয়ে গেছেন তার নামের কলেজটি আজ জাতির সম্মুখে শিক্ষার শীর্ষে থেকে সুনাম অর্জন করে চলেছে’।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, কলেজের শিক্ষক আলিম রেজা বাপ্পি, ডিহি ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, শার্শা উপজেলা যুবলীগ সভাপতি অহিদুজ্জামান অহিদ, বেনাপোল পৌর আওয়ালীগের সভাপতি এনামুল হক মুকুলসহ স্থানীয় শিক্ষাবীদ, শিক্ষানুরাগী, শিক্ষক-শিক্ষিকা, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য কলেজ প্রতিষ্ঠার পর প্রথম তিনজন শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ৯০০ এবং শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ৪৫ জন এবং কর্মচারীর সংখ্যা মোট ২০ জন।

আলোচনা অনুষ্ঠানে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম তিন শিক্ষার্থী এবং তিন শিক্ষক সেখানে উপস্থিত থেকে সকলকে মুগ্ধ করে দেন। এরা হলেন, শিক্ষার্থী রেশমা খাতুন (৪২), শামিমা খাতুন (৪২), আমেনা খাতুন (৪২)। শিক্ষকরা হলেন প্রথম ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: গোলাম মাসুদ মজুমদার, বর্তমান র্ভারপাপ্ত অধ্যক্ষ মোঃ হাসানুজ্জান, ও শিক্ষক মো: শহিদুল আলম।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: