ঝালকাঠিতে জাতীয় পার্টির পরিচিতি সভা
মোঃ রাজু খান, (ঝালকাঠি):
ঝালকাঠি জেলা নবনির্বাচিত জাতীয় পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১২ মার্চ) শনিবার কলেজ রোডস্থ একটি কমিনিউনিটি সেন্টারে জেলা সভাপতি মো: আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. আব্দুল আলীমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এমএ কুদ্দুস খান।
বক্তব্য রাখেন কেন্দ্রিীয় কমিটির সদস্য ও সাবেক জেলা সভাপতি মো: বজলুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য আঃ জলিল গাজী, জেলা কমিটির সহসভাপতি মো: মাহবুবুর রহমান, একেএম বেলায়েত হোসেন, দপ্তর সম্পাদক মো: ইউনুস হাওলাদার, সদর উপজেলা সভাপতি মো: আনোয়ার হোসেন তালুকদার, রাজাপুর উপজেলার সভাপতি মো: কামরুজ্জামান, কাঠালিয়ার সভাপতি মো: জাকির হোসেন মজনু, নলছিটি উপজেলা সহসভাপতি লিয়াকত হোসেন, ঝালকাঠি পৌর শাখার সভাপতি একেএম বেলায়েত হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় সহযোগীতা করেন ঝালকাঠি পৌর কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবু শহিদ।
প্রধান অতিথি জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এমএ কুদ্দুস খান ইউনিট পর্যায়ে কমিটি গঠন করার তাগিদ দিয়ে বলেন, আগামীতে দলকে ক্ষমতায় নেয়ার জন্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা বলেন, হুসেআন মোহাম্মদ এরশাদের আদর্শ উদ্দেশ্য বাস্তবায়নের জন্যে তৃন মূল পর্যায়ে সংগঠনকে সংগঠিত করে ভবিষ্যতে নির্বাচনে সকল আসনে প্রার্থী দিয়ে জাতীয় পার্টি পুনরায় ক্ষমতায় আসবে। এজন্য দরকে আরো শক্তিশালী করতে হবে।