South east bank ad

পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ভোলায় নিয়োগ পরিক্ষা

 প্রকাশ: ১২ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ভোলায় নিয়োগ পরিক্ষা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আজ শনিবার (১২ মার্চ) শনিবার ভোলা পুলিশ লাইন্স মাঠে মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলার সভাপতিত্বে গঠিত তিন সদস্যের একটি নিয়োগ বোর্ডের সমন্বয়ে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরিক্ষা-২০২২ এর কাগজ পত্র যাচাই করণ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার বক্তব্যের শুরুতে আজকের দিনের প্রাথমিক ভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন আমরা বিচক্ষণ ভাবে কাজ করার চেস্টা করেছি। আমরা ভোলায় শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে যোগ্যতম প্রার্থীকেই শুধুমাত্র নির্বাচিত করতে চাই। তিনি আরো বলেন শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ হবে, অন্য কোন যোগাযোগ কিংবা তদবিরের ভিত্তিতে নিয়োগ হবে না।

পুলিশ সুপার প্রাথমিক ভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের কোন প্রকার আর্থিক লেনদেন এবং দালাল চক্রের সাথে যোগাযোগ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন। ভোলা জেলা পুলিশের সদস্যদের নিয়ে একটি স্বচ্ছ নিয়োগ উপহার দিতে ভোলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্য সহ ভোলা জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: