আবারো বন্যপ্রাণী অবমুক্ত করলেন দেশ সেরা উদ্ভাবক মিজান
বেনাপোল প্রতিনিধি :
আবারো বিরল প্রজাতির ভাম নামে এক বন্যপ্রাণী অবমুক্ত করলেন দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান।
গত শনিবার (২৬ মার্চ) দুপুরে যশোরের শার্শা উপজেলা বন কর্মকর্তার কার্যালয়ে প্রাণিটি অবমুক্ত করেন তিনি। এর আগেও উদ্ভাবক মিজান একাধিক বার বিভিন্ন ধরনের বন্যপ্রাণী অবমুক্ত করে প্রশংসা কুড়িয়েছেন।
এসময় উদ্ভাবক মিজানুর রহমান বলেন, সকালে খবর পায় বেনাপোলের গয়ড়া গ্রামের একটি বাড়িতে বিরল প্রজাতির একটি বন্যপ্রানী ধরা পড়েছে। সেখানে উপস্থিত হয়ে প্রাণিটি খাঁচার মধ্যে করে বন বিভাগে নিয়ে আসি। এখানে কর্মরত কর্মকর্তাগনের উপস্থিতিতে প্রাণিটি অবমুক্ত করি।
এ বিষয়ে শার্শা উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ওমর আলী গাজী বলেন, এই ধরনের বিরল প্রজাতির প্রাণী এখনো আমাদের মাঝে আছে। তাদেরকে না মেরে বাঁচিয়ে রাখতে হবে। যারা এই ধরনের প্রাণিগুলো ধরবে কিংবা মারবে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
উদ্ভাবক মিজানুর যে কাজটি করেছে এমন কাজ সকলের করা উচিৎ। মিজানুর রহমান মহান কাজের পাশাপাশি সরকারের বন্যপ্রাণী সংরক্ষণ আইনের সহযোগিতা করে চলেছে। তার জন্য শুভ কামনা রইলো বললেন ওই কর্মকর্তা।