মাধবপুরে বাল্য বিবাহ প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত
শেখ জাহান রনি, (হবিগঞ্জ):
হবিগঞ্জের মাধবপুরে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষের ৩য় তলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন।
সমন্বয় সভায় বাল্য বিবাহ প্রতিরোধে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী তাপস,খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান, মোঃ আলাউদ্দিন, মোঃ মাসুদ খান, মাহবুবুর রহমান সোহাগ, খুরশেদ আলম, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক একে এম সাইফুল ইসলাম, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, সাংবাদিক আয়ুব খান, ইমাম মোস্তাকিম বিল্লাহ নুরী, কাজী সৈয়দ মনির মিয়া প্রমুখ।ব্র্যাক-সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক তারিক আজিজ, ডেপুটি ম্যানেজার (কমিউনিটি এনগেজমেন্ট এন্ড ভাউসি) মোঃ নজরুল ইসলাম, অফিসার জাকিয়া সুলতানা।