তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের সহায়তায় প্রাইম ব্যাংক
তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের অর্থায়নসহ যাবতীয় ব্যাংকিং সেবা দিতে চুক্তিবদ্ধ হয়েছে প্রাইম ব্যাংক।
মঙ্গলবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সঙ্গে তাদের এনিয়ে চুক্তি সই হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির আওতায় বেসিসের সদস্য প্রতিষ্ঠানগুলো প্রাইম ব্যাংক থেকে জামানতবিহীন সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ এবং অন্যান্য বিশেষায়িত অর্থিক সেবা পাবে।
একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলেনের মাধ্যমে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ এবং বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির আনুষ্ঠানিকভাবে নিজেদের এই সম্মিলন উদ্বোধন করেন।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
এই চুক্তির আওতায় ঋণ পেতে উদ্যোক্তাদের দুই বছরের ব্যবসার অভিজ্ঞতা এবং বেসিসের সুপারিশের প্রয়োজন হবে।
বেসিসের সদস্যদের সেবা দিতে প্রাইম ব্যাংক রিলেশনশিপ ম্যানেজার নিয়োগ দিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রতিমন্ত্রী পলক বলেন, “প্রতিনিয়ত নতুন নতুন কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। আমরা করোনা ভাইরাসের কারণে বাধ্য হয়ে ডিজিটাল প্লাটফরম ব্যবহার করছি। এভাবেই আমাদের দৈনন্দিন সকল কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়ন সম্ভব হবে।”
প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল বলেন, দেশের অর্থনীতিকে বদলে দেওয়ার অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করতে পারে তথ্য প্রযুক্তি খাত।
বেসিস সভাপতি আলমাস কবির বলেন, “বিরূপ পরিস্থিতিতে বেসিস সদস্যদের জন্য প্রাইম ব্যাংক লিমিটেড এগিয়ে এসেছে এজন্য প্রাইম ব্যাংককে ধন্যবাদ জানাই।”