South east bank ad

জেসিআই ঢাকা ইয়াং-এর ২০২১ কার্যনির্বাহী কমিটি গঠিত

 প্রকাশ: ৩১ অক্টোবর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   তরুন উদ্যোক্তা

রাজধানীর এক অভিজাত ক্লাবে ঘোষণা করা হলো জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ইয়াং-এর কার্যনির্বাহী কমিটি। শুক্রবার (৩০ অক্টোবর) জেসিআই ঢাকা ইয়াং-এর ২০২০ কার্যকরী বছরের জেনারেল এসেম্বলিতে এই নতুন কমিটি গঠিত হয়।

ঘোষিত নতুন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট হয়েছেন নাজমুল হোসেন সবুজ, অন্যদিকে সেক্রেটারি জেনারেল হয়েছেন আনিকা দাইয়ান। কমিটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হয়েছেন সানজিদা শারমিন এবং ভাইস প্রেসিডেন্ট হয়েছেন হুমায়রা নূর ও এস এম মুক্তাদিরুল হক।

নতুন কমিটিতে আরো রয়েছেন ট্রেজারার এম ডি রফিকুল ইসলাম রুম্মন, জেনারেল লিগ্যাল কাউন্সিল রাবেয়া নাসির অভি, ডিরেক্টর সামী মাহমুদ খান ও আইপিএলপি ইমতিয়াজ চৌধুরী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের অন্যান্য শাখার সদস্যবৃন্দ।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন যার সদর দফতর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে। ১২০টির বেশি দেশে কার্যক্রম রয়েছে জেসিআই-এর যার বিশ্বব্যাপী সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে জেসিআই-এর ১৪টি লোকাল চ্যাপ্টার কাজ করছে।

BBS cable ad

তরুন উদ্যোক্তা এর আরও খবর: