শিরোনাম

South east bank ad

প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন নগর গড়তে ১২২ কোটি টাকার প্রকল্প দিয়েছেন: ইকরামুল হক টিটু

 প্রকাশ: ০৮ মে ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সিটি করপোরেশন

প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন নগর গড়তে ১২২ কোটি টাকার প্রকল্প দিয়েছেন: ইকরামুল হক টিটু

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, সব সীমাবদ্ধতাকে কাটিয়ে মানুষকে ভালো রাখার সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিচ্ছন্ন নগর গড়তে ১২২ কোটি টাকার প্রকল্প দিয়েছেন। বর্জ্য ব্যবস্থাপনায় এ প্রকল্প ময়মনসিংহ সিটিকে অনেক এগিয়ে নিয়ে যাবে। তবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে খেয়াল রাখতে হবে, তা যেন টেকসই হয়।

রোববার দুপুরে শহিদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।

তিনি জানান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৮ তলা নগরভবন, শেখ রাসেল শিশু পার্ক, নতুন বাস টার্মিনাল ও ট্রাকস্ট্যান্ডের প্রস্তাবনা দ্রুতই অনুমোদন হবে বলে আশা করা যাচ্ছে। এতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সামগ্রিক নাগরিক সেবার ব্যাপক উন্নয়ন সাধিত হবে।

অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, কাউন্সিলর, সচিব রাজীব কুমার সরকার, প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথসহ সিটি কর্পোরেশনের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

সিটি করপোরেশন এর আরও খবর: