শিরোনাম

South east bank ad

ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ মাদরাসা প্রধান ড. ইদ্রিছ খান

 প্রকাশ: ২৮ মে ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সফলতার গল্প

ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ মাদরাসা প্রধান ড. ইদ্রিছ খান

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানদের নাম ঘোষণা করেছে জেলা শিক্ষা বিভাগ। ঘোষণাকৃত তালিকায় মাদরাসা ক্যাগরিতে জেলায় শ্রেষ্ঠ মাদরাসা প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন মোমেনশাহী ডিএস কামিল মাদরাসার অধ্যক্ষ ও জনপ্রিয় দৈনিক ময়মনসিংহ প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক ড. ইদ্রিছ খান।

গত ২৪ মে ময়মনসিংহের জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক ফলাফলে এ ঘোষণা দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ক্যাটাগড়িতে আরও ৮ জনকে শ্রেষ্ঠ মনোনীত করা হয়।

জানাযায়, ড. ইদ্রিছ খান প্রায় ৩২ বছর পূর্বে অত্যান্ত সুনামের সাথে শুরু করেন শিক্ষকতা পেশা। পর্যায়ক্রমে তিনি ২০ বছর পূর্বে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান মোমেনশাহী ডিএস কামিল মাদরাসায়। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিষ্ঠানটিতে নিরলস শ্রম দিয়ে যাওয়ার ফলে বিগত সময়ে বিভিন্ন পরীক্ষার ফলাফলে গৌরব অর্জন করে এ প্রতিষ্ঠানটি। শিক্ষার গুণগত মানের পাশাপাশি তিনি প্রাতিষ্ঠানিকও ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। অবকাঠামোগত দিক থেকে মোমেনশাহী ডিএস কামিল মাদরাসাটি এখন বিভাগের সেরা প্রতিষ্ঠান হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছে। প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনের পাশাপাশি ড. ইদ্রিছ খান বিভিন্ন দায়িত্ব পালন করে যাচ্ছেন অত্যান্ত সুনামের সাথে। তিনি সরকারী ও বেসরকারী ভাবে তুরস্ক, কলকাতা, হায়দারাদ, উজবেকিস্তান, সৌদি আরবসহ বিভিন্ন রাষ্ট্র সফর করেছেন। একই সাথে তিনি প্রকাশনার দিক থেকেও পিছিয়ে নেই। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বইয়েরও প্রকাশনা করেছেন। তাঁর লিখিত ‘ইসলামে নারী অধিকার ও মর্যাদা’, ‘ইসলামে নারী ও শিশুর অধিকার’ উল্লেখযোগ্য। প্রকাশিত বইগুলো ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। শিক্ষকতা পেশায় অন্যন্য অবদানের জন্য ড. ইদ্রিছ খান বিভিন্ন সময়ে পেয়েছেন বিভিন্ন পুরস্কার। পেয়েছেন স্বর্ণ পদকও। তিনি মাদরাসা বোর্ডের আরপিটিশন বোর্ডের সদস্য হিসেবে অত্যান্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন, এছাড়াও একটি আরবী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবেও পালন করেছেন দায়িত্ব।

কর্তব্যে ন্যায় পরায়নতায় তিনি বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন ঐতিহ্যবাহী ত্রিশাল আব্বাছিয়া ফাজিল মাদরাসা ও বীররামপুর জান্নাতুল ঊলূম আলিম মাদরাসায়। অত্যান্ত বিনয়ী ও শিক্ষাবীদ হওয়ার ফলে ড. ইদ্রিছ খানের সুনাম রয়েছে দেশের শিক্ষাঙ্গনে। তিনি জমিয়াতুল মোদাররেছিন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। ময়মনসিংহের আলোচিত ও জনপ্রিয় দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকাটিও নিয়মিত সম্পাদনা করে আসছেন দীর্ঘ সময় ধরে।

শিক্ষা, সমাজসেবা, প্রাতিষ্ঠানিক ও শিক্ষার মান উন্নয়নেও ব্যাপক ভূমিকা পালন করছেন ড. ইদ্রিছ খান।

ড. ইদ্রিছ খান কে ময়মনসিংহ জেলায় মাদরাসা ক্যাটাগড়িতে শ্রেষ্ঠ প্রধান হিসেবে নির্বাচিত করায় দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পরিবার তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষক নেতৃবৃন্দও।

BBS cable ad

সফলতার গল্প এর আরও খবর: