সিলেটের বন্যা কবলিত এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর ত্রাণ বিতরণ ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত
ঢাকা, ১৯ জুনঃ
সিলেটে ভারি বর্ষণের ফলে সৃষ্ট স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনীর পর্যবেক্ষণ ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। In Aid to Civil Power এর আওতায় জাতীয় যেকোন দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনী সিলেটের বন্যা কবলিত এলাকায় এই পর্যবেক্ষণ ও ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করে। রবিবার (১৯-০৬-২০২২) বাংলাদেশ বিমান বাহিনীর একটি AW-139 Search & Rescue হেলিকপ্টারের মাধ্যমে সিলেট ও সুনামগঞ্জ এর তাহিরপুর, দিরাই সহ বিভিন্ন এলাকার পানিবন্দী লোকজনকে সহায়তা প্রদান করতে এই মিশন পরিচালনা করা হয়। এর আগে একটি Mi-171Sh হেলিকপ্টারের মাধ্যমে পর্যবেক্ষণ মিশন (Recce) পরিচালনা করা হয়েছে। এছাড়াও, যেকোন সময় ত্রাণ সামগ্রী বিতরণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য মৌলভীবাজারে অবস্থিত বিমান বাহিনী স্টেশন শমশেরনগরে বাংলাদেশ বিমান বাহিনীর ২ টি হেলিকপ্টার ও ১ টি পরিবহণ বিমান প্রস্তুত রাখা হয়েছে।