শিরোনাম

South east bank ad

৪০ কর্মকর্তাকে পদত্যাগে সময় বেঁধে দিয়েছে ইউসিবি

 প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

৪০ কর্মকর্তাকে পদত্যাগে সময় বেঁধে দিয়েছে ইউসিবি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) গত সপ্তাহে ৪০ কর্মকর্তাকে স্বেচ্ছায় পদত্যাগের জন্য সময় বেঁধে দিয়েছে। এর মধ্যে বেশিরভাগই শাখার ব্যবস্থাপক এবং কিছু প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের দায়িত্বে রয়েছেন।

পদত্যাগের নির্দেশ পাওয়া কর্মকর্তাদের অভিযোগ, চট্টগ্রামে বাড়ি থাকার কারণে তাদের পদত্যাগ করতে বলা হয়েছে, অথচ তাদের বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ নেই। ব্যাংকের কর্মকর্তাদের তালিকার মধ্যে অনিয়মের সঙ্গে যুক্তদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

জানা গেছে, ৪০ কর্মকর্তার মধ্যে কয়েকজন ইতোমধ্যে পদত্যাগ করেছেন এবং ব্যাংকটি মোট ১০০ কর্মকর্তাকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছে।

ইউসিবির নিয়ন্ত্রণ ছিল আওয়ামী লীগের নেতা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরীর পরিবারের হাতে। ২০১৭ সালে ইউসিবি থেকে পারটেক্স গ্রুপের প্রতিনিধিদের চলে যেতে বাধ্য করার পর নতুন চেয়ারম্যান হন রুকমিলা জামান। পরে সাইফুজ্জামান চৌধুরী ব্যাংক পরিচালনা করেন। রাজনৈতিক পরিবর্তনের পর অভিযোগ ওঠে যে, সাইফুজ্জামান ব্যাংকের আমানতকারীদের টাকা লুট করে বিশাল সম্পদ গড়েছেন।

বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদ ভেঙে নতুন চেয়ারম্যান হিসেবে শরীফ জহিরকে নিয়োগ দেয় এবং নতুন এমডি হিসেবে যোগ দেন মোহাম্মদ মামদুদুর রশীদ। ইউসিবির আর্থিক পরিস্থিতি যাচাইয়ের জন্য সাতটি প্রতিষ্ঠানকে নিরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে, যার ফলাফলে অনেক কর্মকর্তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: