শিরোনাম

South east bank ad

আয় কমলেও গ্রামীণফোনের নিট মুনাফা বেড়েছে

 প্রকাশ: ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

আয় কমলেও গ্রামীণফোনের নিট মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের সমাপ্ত ২০২৪ হিসাব বছরে আয় কমেছে ৭ দশমিক ২ শতাংশ। আয় কমলেও আলোচ্য হিসাব বছরে ১৫ দশমিক ২ শতাংশ কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে কোম্পানিটির। গ্রামীণফোনের পর্ষদ সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৭০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি আলোচ্য হিসাব বছরের জন্য ১৬০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছিল। সব মিলিয়ে ২০২৪ হিসাব বছরে মোট ৩৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, সমাপ্ত ২০২৪ হিসাব বছরে গ্রামীণফোনের আয় হয়েছে ১৫ হাজার ৮৪৫ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৫ হাজার ৮৭২ কোটি টাকা। অন্যদিকে সমাপ্ত ২০২৪ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩ হাজার ৬৩১ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩ হাজার ৩০৭ কোটি টাকা।

সমাপ্ত ২০২৪ হিসাব বছরে গ্রামীণফোনের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২৬ টাকা ৮৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৪ টাকা ৪৯ পয়সা। গত ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭ টাকা ৯৫ পয়সায়।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ২১ টাকা ৮৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২০ টাকা ১৫ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) গ্রামীণফোনের ইপিএস হয়েছে ৫ টাকা ৫৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৫৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪২ টাকা ৭৭ পয়সায়।

সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১২৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৪ টাকা ৪৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২২ টাকা ২৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৯ টাকা ৩৯ পয়সায়।

গ্রামীণফোনের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-১’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং প্রকাশের দিন পর্যন্ত কোম্পানিটির প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোনের অনুমোদিত মূলধন ৪ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৪ হাজার ৫১০ কোটি ১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৩৫ কোটি ৩ লাখ ২২। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৯০ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে ৬ দশমিক ৩১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৯৮ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও ২ দশমিক ৭১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে গতকাল গ্রামীণফোনের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৩৩৮ টাকা ৬০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ২২১ থেকে ৩৮৭ টাকায় ওঠানামা করেছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: