পিপলস ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন, কঠোর পরিশ্রম, একতা ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরো এগিয়ে নিতে হবে। রাজধানীর বারিধারায় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, আল্লাহর দয়া, কঠিন পরিশ্রম, তপস্যা ও সৎ নিয়তের মাধ্যমে জীবনে সফলতা সম্ভব। শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য কাজ করতে হবে। তাহলেই প্রকৃত সফলতা আসবে।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও পিপলস ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পিপলস ইন্স্যুরেন্স শুধু একটি কোম্পানি নয়, এটি একটি পরিবার। বিগত দিনে যারা প্রতিষ্ঠানে অবদান রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
তিনি আরো বলেন, বিশ্বের সার্ভিস সেক্টরে বড় পরিবর্তন এসেছে। ব্যবসা কেবল লাভের জন্য নয়, ব্যবস্থাপনা ও প্রযুক্তির দিকে মনোযোগ দিতে হবে। ইন্স্যুরেন্স সেক্টরের ভবিষ্যৎ উজ্জ্বল, তাই আমাদের আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পিপলস ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নাজমুল আহসান খালেদ, পরিচালক আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান শাহজাদা মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, পিএইচপি ফ্যামিলির পরিচালক (অর্থ) ও পিপলস ইন্স্যুরেন্সের পরিচালক মোহাম্মদ আলী হোসেনসহ অন্যান্য পরিচালক, স্বাধীন পরিচালক ও উচ্চপদস্থ কর্মকর্তারা।
সম্মেলনে সভাপতিত্ব করেন পিপলস ইন্স্যুরেন্সের চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী। দিনব্যাপী এ অনুষ্ঠান সারা দেশের কর্মকর্তারা উপভোগ করেন।