শিরোনাম

South east bank ad

টেলিটকের সঙ্গে কে অ্যান্ড কিউর এ-টু-পি চুক্তি

 প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

টেলিটকের সঙ্গে কে অ্যান্ড কিউর এ-টু-পি চুক্তি

প্রকৌশল খাতে তালিকাভুক্ত কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড টেলিটক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে একটি এ-টু-পি (অ্যাপ্লিকেশন-টু-পারসন) এগ্রিগেটর চুক্তি করেছে। এর আওতায় কোম্পানিটি টেলিটকের অ্যাপ্লিকেশন-টু-পারসন এগ্রিগেটর হিসেবে কাজ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রদত্ত লাইসেন্সের আওতায় এ সেবা পরিচালিত হবে। কোম্পানিটি আশা করছে, নতুন চুক্তি তাদের ব্যবসায়িক কার্যক্রম ও রাজস্ব বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

এর আগে ৮ ডিসেম্বর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের সঙ্গে এ-টু-পি চুক্তি স্বাক্ষর করেছিল কে অ্যান্ড কিউ।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কে অ্যান্ড কিউ বাংলাদেশের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৩ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ টাকা ১৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০৪ টাকা ৪৫ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ৪ শতাংশ নগদ ও ৬ শতাংশ স্টক লভ্যাংশ। তবে স্টক লভ্যাংশে এখনো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি পায়নি কে অ্যান্ড কিউ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯ টাকা ৪৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৭ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০১ টাকা ৭২ পয়সায়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: