শিরোনাম

South east bank ad

বিদেশী বিনিয়োগের সবচেয়ে উপযুক্ত বাংলাদেশ- প্রধানমন্ত্রী

 প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   বিশেষ সংবাদ

বিদেশী বিনিয়োগের সবচেয়ে উপযুক্ত বাংলাদেশ- প্রধানমন্ত্রী

বাংলাদেশে নির্মাণাধীন ১০০টি অর্থনৈতিক অঞ্চল বিদেশী বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা বলে মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের নীতিমালা হচ্ছে বিনিয়োগবান্ধব নীতি। একইসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত, কোটামুক্ত সুবিধা বিদেশী বিনিয়োগকারীদেরও আকর্ষণ করছে।

প্রধানমন্ত্রী বলেন, আমি কূটনীতিক ও বিদেশী ব্যবসায়ীদের আহ্বান করব, উইন উইন পরিস্থিতির জন্য ব্যবসার সুবিধার্থে বিনিয়োগ এবং সোর্সিংয়ের জন্য বাংলাদেশকে বেছে নিন। সব থেকে উপযুক্ত জায়গা বাংলাদেশ।

আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ আয়োজিত ‘মেইড ইন বাংলাদেশ উইক’-এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিদেশী বিনিয়োগকে স্বাগত জানাতে আমি দেশের ব্যবসায়ীদেরও আহ্বান করব যে, আপনারাও বিদেশী পার্টনার খুঁজে নেন। আপনারা তাদের প্রযুক্তিজ্ঞান আমাদের শিল্প খাতে ব্যবহার করতে পারেন, আমাদের দেশেও চমৎকার একটা পরিবেশ বিনিয়োগের জন্য বিদ্যমান রয়েছে। সেই সুযোগটা নেবেন।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বিরাজমান অর্থনৈতিক মন্দার মধ্যেও মেইড ইন বাংলাদেশ উইকে অংশ নিতে আসা বিদেশী বিনিয়োগকারী, ক্রেতা ও প্রতিনিধিদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

চলমান সংকটের মধ্যে তৈরি পোশাক খাতের আয় আগের বছরের চেয়ে বেড়েছে বলে সন্তুষ্টি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ২০৩০ সাল নাগাদ ১০০ বিলিয়ন ডলারের একটি মাইলেজ বিজিএমইএ কর্তৃক নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে সম্ভাব্য চ্যালেঞ্জগুলো চিহ্নিত করতে হবে। সেই চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা বা মোকাবেলা করার দক্ষতাও কিন্তু অর্জন করতে হবে। শুধু ঘোষণা দিলেই হবে না, কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় স্বল্পোন্নত দেশ হিসেবে যেসব বাণিজ্যিক সুবিধা পাওয়া যেত, তা কিছুটা কমতে পারে বলে তৈরি পোশাক ব্যবসায়ীদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। ২০২৯ সালের মধ্যে উন্নয়নশীল দেশের ব্যবসায়ী হিসেবে নিজেদের প্রস্তুত করতেও বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, একটা ভালো কথা হলো, ২০২৪ সালে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন কার্যকর করার কথা, দুই বছর সময় নিয়েছি; ২০২৬ পর্যন্ত। এ ছাড়া ২০২৯ পর্যন্ত আমাদের হাতে সময় আছে। এর মধ্যে আমাদের সব প্রস্তুতি নিতে হবে যে উন্নয়নশীল দেশের একজন ব্যবসায়ী হিসেবে হয়তো কিছু ক্ষেত্রে আমরা সুবিধা পাব না, কিন্তু এর চেয়ে অনেক বেশি সুবিধা পাব উন্নয়নশীল দেশ হিসেবে। সেটাও আমাদের মনে রাখতে হবে।

তিনি বলেন, শুধু রফতানি করব, তা না। আমাদের নিজের দেশের ভেতরে বাজার সৃষ্টি করতে হবে। মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে হবে, আর্থিক স্বাবলম্বিতা বাড়াতে হবে।

চতুর্থ শিল্পবিপ্লব আসন্ন জানিয়ে প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর জোর দেন সরকারপ্রধান। তিনি বলেন, যারা শ্রম দেয় তারা এই বাংলাদেশেরই মানুষ। সেই শ্রমিকদের, যারা আমার শ্রমিক ভাই-বোন তাদেরও আমরা চাই আরো উন্নত ট্রেনিং দিতে। কারণ এখন বিজ্ঞানের কারণে, প্রযুক্তির নতুন নতুন আবির্ভাবে বিশ্ব এগিয়ে যাচ্ছে। কাজেই প্রযুক্তিকে ব্যবহার করতে হবে।

তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের পদধ্বনি শুনছি আমরা। কাজেই এই চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে উপযুক্ত, দক্ষ মানবসম্পদ আমাদের গড়ে তুলতে হবে। সেদিকে আমরা এর মধ্যে পদক্ষেপ নিয়েছি। আমরা নতুন নতুন উদ্যোক্তাও সৃষ্টি করছি। কাজেই চতুর্থ শিল্পবিপ্লব আমাদের অর্থনীতি ও কর্মসংস্থানে যে প্রভাবটা ফেলবে তা আমাদের পদক্ষেপ নিয়ে কাজ করতে হবে।

BBS cable ad

বিশেষ সংবাদ এর আরও খবর: