শিরোনাম

South east bank ad

শরনখোলায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে চুরি।

 প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আবু নাঈম, (বাগেরহাট):

বাগেরহাটের শরনখোলায় বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান হারেজ গাজীর বাড়িতে দুর্র্ধষ চুরি সংগঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) দিবাগত রাতে উপজেলার খোন্তাকাটা বাজার সংলগ্ন গাজী বাড়িতে এ ঘটনা ঘটে। শরণখোলা থানার এসআই আমির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্থ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান হারেজ গাজীর ভায়রার ছেলে তুষার মুন্সী জানান, আমার খালু গত বুধবার স্ট্রোক করলে তাকে খুলনার একটি হাসপাতালে ভর্তি করা হয়। বাড়িতে কেউ না থাকার সুযোগে শুক্রবার রাতে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেড় লক্ষাধিক নগদ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার সহ প্রায় চার লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় চোরেরা।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, চুরির ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। খোঁজ খবর নেয়া হচ্ছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: