South east bank ad

টয়োটার নতুন তিন মডেলের গাড়ি আসছে বাংলাদেশের বাজারে

 প্রকাশ: ০১ জুন ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

টয়োটার নতুন তিন মডেলের গাড়ি আসছে বাংলাদেশের বাজারে

দুটি ভিন্ন ক্যাটাগরিতে টয়োটার নতুন তিনটি মডেলের গাড়ি বাংলাদেশের বাজারে আনছে নাভানা লিমিটেড। আগামী ৪ জুন বাংলাদেশের বাজারে গাড়িগুলোর উদ্বোধন করবে নাভানা।  

নতুন যে তিনটি মডেলের গাড়ি আসছে সেগুলো হলো টয়োটা ভেলোজ, রেইজ এবং থার্ড জেনারেশনের আভানজা। আভানজা মডেলটি ইতোমধ্যেই সাফল্যের সাথে বাজারে ১৫ বছর অতিবাহিত করছে। আভানজা একটি কম্প্যাক্ট এমপিভি (মাল্টি পারপাস ভেহিক্যাল)। থার্ড জেনারেশনের এই আভানজা একটি ১.৫ লিটারের এমপিভি যা ৭ সিটের ফ্যামিলি কার হিসেবে পৃথিবীজুড়ে সমাদৃত। 


 
টয়োটার নতুন এমপিভি হিসেবে বিবেচিত ভেলোজে রয়েছে নান্দনিক ও আধুনিক আউটলুক এবং আকর্ষণীয় ফিচার ও পারফরম্যান্সের সমন্বয়। এতে থাকছে সিভিটি ইঞ্জিন।  

টয়োটা রেইজকে বিবেচনা করা হচ্ছে একটি আরবান এসইউভি হিসেবে। এতে রয়েছে ১.০ লিটারের টার্বো ইঞ্জিন যার সাথে আছে ১৭-ইঞ্চি অ্যালয় হুইল, ৭-ইঞ্চি টিএফটি স্পিডোমিটার, ৭-ইঞ্চি মাল্টি-ইনফরমেশন ডিসপ্লে, ওয়্যারলেস ডোর লক, স্মার্ট এন্ট্রি ও আরও অনেক আকর্ষণীয় ফিচার। এই এসইউভিটির ইন্টেরিয়র এবং গাড়ির ড্যাশবোর্ডের লেআউটটি অন্যান্য গাড়ির চেয়ে সুন্দর ও নান্দনিক।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: