South east bank ad

বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া ‘উইনটেক্স-২০২২’ শুরু

 প্রকাশ: ০৬ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   বিমান বাহিনী

বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া ‘উইনটেক্স-২০২২’ শুরু

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া ‘উইনটেক্স-২০২২’ রবিবার (০৬-০৩-২০২২) বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিটে একযোগে শুরু হয়েছে।

এ মহড়ার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ সক্ষমতা পর্যবেক্ষণ করতঃ বিভিন্ন দুর্বলতা সনাক্ত করার মাধ্যমে গুরুত্বপূর্ণ সুপারিশ করা হবে যা ভবিষ্যতে আরো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করবে।

এ মহড়ায় বিমান বাহিনীর সকল যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার ও র‌্যাডার স্কোয়াড্রনসমূহ, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল ইউনিট সহ বিমান বাহিনীর সকল সদস্য অংশগ্রহণ করছে।

মহড়ার অংশ হিসেবে বিমান বাহিনীর বৈমানিকগণ আকাশ যুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল রপ্ত করবে। উল্লেখ্য যে, বিমান বাহিনীর সকল যুদ্ধাস্ত্র ও জনবল এই যুদ্ধ প্রস্তুতি অনুশীলনের মাধ্যমে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি পাবে।

BBS cable ad

বিমান বাহিনী এর আরও খবর: