ব্যাংকান্স্যুরেন্স সেবা বিস্তারে ইবিএল ও শান্তা লাইফের পার্টনারশিপ

শান্তা লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে পার্টনারশিপ সমঝোতা স্বাক্ষর করেছে ইস্টার্ন ব্যাংক। সম্প্রতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এবং প্রধান ব্যাংকান্স্যুরেন্স কর্মকর্তা এম খোরশেদ আনোয়ার এবং শান্তা লাইফ ইন্স্যুরেন্সের উপব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান বিতরণ কর্মকর্তা এম খুরশীদ কায়সার ওই সমঝোতা স্মারণে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ইবিএল লায়াবিলিটি ও ওয়েলথ ম্যানেজমেন্ট প্রধান শারমিন আতিক, ব্যাংকান্স্যুরেন্স ও স্টুডেন্ট ব্যাংকিং প্রধান মো. রকিব, শান্তা লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী নাফিজ আখতার আহমেদ, ব্যাংকান্স্যুরেন্স বিভাগ প্রধান মুশফিকুর রহমানসহ অনেকে।