South east bank ad

বাফওয়ার “সুরক্ষা” স্কীম ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

 প্রকাশ: ১২ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   বিমান বাহিনী

বাফওয়ার “সুরক্ষা” স্কীম ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

“সেবা, সংস্কৃতি ও সৌহার্দ্য” এই তিন মূলমন্ত্র নিয়ে গঠিত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)। বাফওয়া চিকিৎসা সেবা সবার নিকট সহজলভ্য করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এই সেবার সহজ প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিট থেকে এই চিকিৎসা সুবিধা দেয়া হবে।

বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি’র (বাফওয়া) কেন্দ্রীয় পরিষদের সভানেত্রী তাহমিদা হান্নান আজ শনিবার (১২মার্চ) ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী ঘাঁটি বাশারের চিকিৎসা বহরে এ “সুরক্ষা” স্কীমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে ফলক উন্মোচনের পাশাপাশি, এ মহতী উদ্যোগের স্বপ্ন বাস্তবায়ন ও সফলতার জন্য দোয়া-মোনাজাত করা হয়।

উল্লেখ্য যে, বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত বিমান সেনা এবং এমওডিসিদের পরিবারবর্গ বিমান বাহিনী হাসপাতাল এবং সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাসেবা পাননা। এ কারণে বিমান সেনা এবং এমওডিসি’দের অবসরোত্তর জীবন যাপনসহজ এবং নিশ্চিন্ত করার লক্ষ্যে চিকিৎসা সেবা পরিধি বৃদ্ধির অংশ হিসেবে অবসরপ্রাপ্ত বিমানসেনা ও এমওডিসি পত্নীদের বিনামূল্যে সাধারণ স্বাস্থ্যসেবা প্রদানের জন্য “সুরক্ষা” স্কীম চালুর উদ্যোগ নিয়েছে -বাফওয়া।

পরবর্তীতে তিনি কেন্দ্রীয় বাফওয়া প্রাঙ্গনে “সুরক্ষা” স্কীমের পারিবারিক চিকিৎসা বই বিতরণের মাধ্যমে এ চিকিৎসা সেবার সূচনা করেন। উল্লেখ্য, বাংলাদেশ বিমানবাহিনীর সকল ঘাঁটিতে এ চিকিৎসা সেবার কার্যক্রম চালু করা হয়েছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে চতুর্থ শ্রেণির কর্মচারীদের পরিবারের শল্য চিকিৎসাসহ সকল চিকিৎসা সেবার লক্ষ্যে “নব আলো” স্কীম চালু করেছে।

এছাড়াও বাফওয়া সভানেত্রী কম্পিউটার শিক্ষার গুরুত্ব অনুধাবন করে একটি দক্ষ জনবল গঠনের উদ্দেশ্য নিয়ে‘দি পূর্বা লিমিটেড’ এর সহায়তায় কেন্দ্রীয় বাফওয়ার অধীনে বিমানবাহিনীর চতুর্থ শ্রেণীর কর্মচারী ও তাদের ছেলে-মেয়ে ও পোষ্য, নিম্ন আয়ের মানুষ, বিমানসেনা ও তাদের ছেলে-মেয়ে ও পোষ্যদের প্রযুক্তিগত উন্নয়ন সাধনের লক্ষ্যে বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু ও বাশার-এ Blue Horizon নামক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন।

উল্লেখ্য, বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক, বীর শ্রেষ্ঠ মতিউর রহমান ও পাহাড় কাঞ্চনপুর এবং বিমানবাহিনী স্টেশন শমশের নগর ও বগুড়া র‌্যাডারই উনিটেও উক্ত প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

BBS cable ad

বিমান বাহিনী এর আরও খবর: