South east bank ad

৬৭তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণী

 প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   বিমান বাহিনী

৬৭তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বাংলাদেশ বিমান বাহিনীর ৬৭তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান সোমবার (১৪মর্চ) ঢাকা সেনানিবাসের ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইসমার্শাল এ এইচ এম ফজলুল হক, বিবিপি, বিএসপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

১০ সপ্তাহ মেয়াদী এ কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১২ জন, নাইজেরিয়ান বিমান বাহিনীর ১ জন, পাকিস্তান বিমান বাহিনীর ১ জন এবং শ্রীলংকা বিমান বাহিনীর ১ জনসহ মোট ১৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন এবং সফলভাবে কোর্সটি সম্পন্ন করেন। সফলতার সাথে প্রশিক্ষণ সমাপ্তির জন্য প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান।

স্কোয়াড্রন লিডার মুসতাক মাহমুদ ইমরান কোর্সে সেরা নৈপূণ্যের জন্য ‘বিমানবাহিনী প্রধানের ট্রফি’ লাভ করেন।

অনুষ্ঠানে বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ পাকিস্তান হাইকমিশন, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর আমন্ত্রিত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

BBS cable ad

বিমান বাহিনী এর আরও খবর: