৩৫৪ নং ব্যবস্থাপনা কোর্স এর সনদপত্র বিতরণ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর ৩৫৪ নং ব্যবস্থাপনা কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান গত ১৩ এপ্রিল বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান চট্টগ্রামে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ জাহিদুর রহমান, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
বিমান বাহিনীর সার্জেন্ট পদমর্যাদার বিমানসেনাদের পেশাগত কাজে দক্ষ ও আরও সুশৃঙ্খল করে গড়ে তোলার জন্য এই কোর্সটি পরিচালনা হয়েছে। বিভিন্ন টেকনিক্যাল ট্রেডের ১২২ জন প্রশিক্ষণার্থী কোর্সটি সফলভাবে সম্পন্ন করেন এবং উক্ত কোর্সে প্রথম স্থান অধিকার করেন সার্জেন্ট সৈকত মাহমুদ, আর্মামেন্ট ফিটার।
অনুষ্ঠানে বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর কমান্ড্যান্টসহ অন্যান্য কর্মকর্তাগণ এবং ঘাঁটি জহুরুল হক এর আমন্ত্রিত কর্মকর্তাগণসহ কোর্সের প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।