মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ
সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) এর ২০২২ কোর্সের সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার (১৩-১২-২০২২) ঢাকার মিরপুর সেনানিবাসস্থ শেখ হাসিনা কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্স সম্পন্নকারী অফিসারদের মাঝে গ্র্যাজুয়েশন (পিএসসি) সনদপত্র বিতরণ করেন।
প্রধানমন্ত্রী তার ভাষণে বাঙালির অধিকার আদায়ের সফল মহানায়ক, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, স্বাধীন বাংলাদেশের স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’কে গভীর শ্রদ্ধার সাথে স¥রণ করেন। তিনি সকল গ্র্যাজুয়েটদের সাফল্যের সাথে কোর্স সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান। তিনি তাদের সকলকে অর্জিত জ্ঞান, ইচ্ছাশক্তি ও অঙ্গীকার সামনে রেখে দেশকে একটি স্থিতিশীল, টেকসই, আতœনির্ভরশীল ও সর্বোপরি গৌরবময় অবস্থানের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপদেশ প্রদান করেন। তিনি সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ ২০২২ কোর্স সফলভাবে পরিচালনা এবং সম্পন্ন করার জন্য কমান্ড্যান্ট, ডিএসসিএসসি’কে ধন্যবাদ জানান এবং সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান, বিএসপি (বার), এসজিপি, এএফডব্লিউসি, পিএসসি স্বাগত বক্তব্য রাখেন। কমান্ড্যান্ট তাঁর বক্তব্যে বলেন, এ বছরের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানটি বিজয়ের ৫১তম বার্ষিকীর মহতী লগ্নে অনুষ্ঠিত হওয়ায় তা বিশেষ তাৎপর্য বহন করে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে কলেজের উন্নয়নে অনবদ্য সহযোগিতা ও দিক নির্দেশনা প্রদানের জন্য কলেজের পক্ষ হতে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ বছর ডিএসসিএসসি ২০২২ কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীর ১৩৩ জন অফিসার, বাংলাদেশ নৌবাহিনীর ৪৫ জন অফিসার, বাংলাদেশ বিমান বাহিনীর ২৩ জন অফিসার, বাংলাদেশ পুলিশের ৩ জন অফিসার এবং মিশর, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, সৌদি আরব, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিস্তিন, সিয়েরা লিওন, শ্রীলংকা, সুদান, তানজানিয়া, উগান্ডা, যুক্তরাষ্ট্র এবং জাম্বিয়া থেকে আগত ৪৬ জন অফিসারসহ সর্বমোট ২৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে, এ বছর ১ জন নারী পুলিশ অফিসারসহ মোট ৮ জন নারী অফিসার গ্র্যাজুয়েট হয়েছেন।
উল্লেখ্য, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান। সশস্ত্র বাহিনীর মধ্যপর্যায়ের নির্বাচিত অফিসারদেরকে কমান্ডার ও স্টাফ হিসাবে ভবিষ্যতের গুরু দায়িত্ব পালনে দক্ষ করে গড়ে তোলার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বমোট ৫,৯৩৩ জন অফিসার, ১১ জন পুলিশ অফিসার এবং ৪৪টি বন্ধুপ্রতিম দেশের মোট ১,৩০১ জন বিদেশী সশস্ত্র বাহিনীর অফিসার এই প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।
কোভিড পরিস্থিতির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে মন্ত্রী ও সংসদ সদস্যগণ, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মূখ্যসচিব, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যাপকবৃন্দ, স্বনামধন্য ব্যক্তিবর্গ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং মিলিটারী/ডিফেন্স এ্যাটাচিগণ উপস্থিত ছিলেন।