মিথ্যা তথ্য দেয়ায় ইউনিয়ন ব্যাংক এমডিকে শোকজ
অনুসন্ধানের স্বার্থে ইউনিয়ন ব্যাংকের কাছে তথ্য চেয়েছিল এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। ব্যাংক কর্তৃপক্ষ মিথ্যা তথ্য সরবরাহ করায় এমডিকে শোকজ করেছে সিআইসি। গত ৮ জানুয়ারি তাকে শোকজ করা হয়।
সিআইসি সূত্র বলছে, আয়কর আইন ২০২৩-এর ২০০ নম্বর ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। মিথ্যা তথ্য বা তথ্য দিতে গড়িমসি করলে সেটি ফৌজদারি অপরাধ। ৩১৩ ধারা অনুযায়ী এ অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
সিআইসির একজন কর্মকর্তা বণিক বার্তাকে বলেন, ‘এস আলম গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারসহ অন্যান্য অভিযোগের অনুসন্ধান চলছে। সে বিষয়ে ব্যাংকটির কাছে তথ্য চাওয়া হয়। তারা জানিয়েছে তাদের ব্যাংকটিতে এস আলম গ্রুপের কোনো হিসাব নেই। অথচ আয়কর নথি অনুযায়ী আমরা ব্যাংকটিতে এস আলম গ্রুপের হিসাব খুঁজে পেয়েছি। তারা মিথ্যা তথ্য দেয়ায় এমডিকে শোকজ করা হয়েছে। পাঁচদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।’